নগরীর যত্রতত্র ময়লা ফেলায় সতর্ক থাকার আহ্বান মেয়র আতিকুলের

নগরীর যত্রতত্র ময়লা ফেলায় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, কিছু মানুষ ঢাকা শহরকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করছেন, অনেকেই আছেন যারা গাড়ির গ্লাস খুলে পানির বোতল রাস্তা ছুড়ে ফেলেন। তাদের টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে কিন্তু শহরকে তারা ব্যবহার করেন ময়লার ডাস্টবিন হিসেবে।

সোমবার বিকেলে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি মাঠে পরিত্যক্ত ও ফেলে দেয়া প্লাস্টিক বোতল দিয়ে তৈরি শিল্পকর্ম প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো. আবদুল হাই প্রমূখ।

‘বিডি ক্লিন’নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্লাস্টিক বোতল দিয়ে তৈরি শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করে। দেশের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত প্রায় ৩০ লাখ প্লাস্টিক বোতলের এক ভিন্ন রকম প্রদর্শনী আয়োজন করা হয়। প্লাস্টিক বর্জ্য এর ভয়াবহতা তুলে ধরে মেয়র বলেন, একটি প্লাস্টিক বোতল ডিকম্পজ হতে ৪৫০ বছর সময় লাগে। এখন পৃথিবীতে প্রায় নয় দশমিক ছয় বিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য আছে। ২০৩০ সাল নাগাদ সাগরে মাছের থেকে প্লাস্টিক বর্জ্য বেশি হবে।

তিনি আরও বলেন, ঢাকা শহরে প্রতিদিন প্রায় সাড়ে তিন হাজার টন বর্জ্য উৎপন্ন হয় যা ২০২১ সালে পাঁচ হাজার টনে উন্নীত হবে। এখনই সময় আমরা সচেতন হয়ে সবাই মিলে সবার ঢাকা গড়ে তুলি। খবর-বাসস

আজকের বাজার/আথনূর রহমান