নাজিব রাজাকসহ মালয়েশিয়ার সংসদ সদস্যদের শপথ

দুর্নীতিতে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকসহ মালয়েশিয়ার ২২১ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন।

গত ৯ মে নির্বাচনে দুর্নীতির অভিযোগ নিয়ে নাজিব রাজাকের জোট সরকারের পরাজয়ের পর এই শপথের মাধ্যমে নতুন অধ্যায়ের শুরু হলো মালয়েশিয়ায়। খবর ইউএনবি।

নাজিব রাজাকের ব্যাপক দুর্নীতির কারণে ১৫ বছর আগে রাজনীতি থেকে অবসর নেয়া ৯৩ বছর বয়সী মাহথির মোহাম্মাদ নিজ দলের বিপক্ষে দাঁড়িয়ে আবারো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।

জোট সরকারের পরাজয় হলেও নিজ আসন থেকে জয় লাভ করেছেন নাজিব।

মালয়েশিয়ার আইন অনুয়ায়ী, একজন সংসদ সদস্য তখনই অযোগ্য হবেন, যতি তার বিরুদ্ধে দোষ প্রমাণিত হওয়ার পর এক বছরের কারাদণ্ড প্রাপ্ত বা দুই হাজার রিঙ্গিত (৪৯৫ ডলার) জরিমানা করা হয়।

বিরোধীদলীয় আসনে বসে কেমন লাগছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাজিব বলেন, ‘আমি এটা গ্রহণ করেছি, কারণ আমি জনগণের সেবা করতে চাই।’

তিনি আরো বলেন, ‘আমি বিরোধী দলের সদস্য হিসেবে সংসদে থেকে সরকারের গঠনমূলক আলোচনা সমালোচনা করতে চাই। যাতে আমাদের দেশের গণতন্ত্র নিশ্চিত হয় এবং অর্থবহ থাকে।’

৬৪ বছর বয়সী সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হলেও তিনি তা অস্বীকার করেছেন।

আজকের বাজার/এমএইচ