মাদক বহনের দায়ে এক ব্যক্তির ৫ বছরের কারাদণ্ড

বাগেরহাটে মাদক বহনের দায়ে আদালত এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন।

সোমবার (১৬ জুলাই) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হাওলাদার ফারুক হোসেন (৩৫) খুলনার লবনচরা থানার শিপইয়ার্ড এলাকার মো. মান্নান হাওলাদারের ছেলে। জামিনে মুক্তি পাওয়ার পর থেকে সে পলাতক রয়েছে।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী শরৎ চন্দ্র মজুমদার জানান, ২০১৫ সালের ২৯ আগস্ট বাগেরহাট-খুলনা সড়কের সদর উপজেলার সুন্দরঘোনা এলাকা থেকে পুলিশ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাওলাদার ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ফারুক ওই মাদক বহন করছিলেন।

এ ঘটনায় বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মঈন উদ্দিন বাদী হয়ে ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রমেশ চন্দ্র রায় তদন্ত শেষে ওই বছরের ২৯ সেপ্টেম্বর ফারুকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। চার ব্যক্তির স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক ফারুকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

আজকের বাজার/এমএইচ