নিউ লাইন ক্লোথিংসের আইপিও আবেদনের সময় বাড়লো

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে টাকা উত্তোলনের অনুমোদন পাওয়া নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের আবেদনের সময় বাড়ানো হয়েছে। আইপিও আবেদন শেষ হবে রোববার (৩ মার্চ)। এর আগে আবেদন গ্রহনের শেষ সময় ছিলো ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আবেদন গ্রহন শুরু হয় ১৮ ফেব্রুয়ারি।।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এর মেয়র পদে উপনির্বাচনের সাথে উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশনে নতুন ৩৬টি ওয়ার্ডেও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার । নির্বাচন উপলক্ষে ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একই সাথে বাংলাদেশ ব্যাংকও সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং তফসিলি ব্যাংকগুলোকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
যেহেতু ব্যাংকের লেনদেনের সাথে পুঁজিবাজারের লেনদেন সম্পৃক্ত। আর তাই বৃহস্পতিবার স্টক এক্সেচেঞ্জ বন্ধ থাকবে, ডিএসইতে কেনো লেনদেন হবে না। বন্ধ থাকবে অন্যান্য অফিসিয়াল কার্যক্রমও।

তাই কাল নিউ লাইন ক্লোথিংসের আইপিও চাঁদা গ্রহণের শেষ দিন থাকলেও সেটাকে বাড়িয়ে ৩ মার্চ, রবিবার বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত করা হয়েছে।

 

 

আজকের বাজার /মিথিলা