নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বুহারি ফের বিজয়ী

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে মুহাম্মাদু বুহারি মঙ্গলবার ফের জয়লাভ করেছেন। তবে এ নির্বাচনে বিরোধী দলের পক্ষ থেকে ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলা হয়েছে।
৭৬ বছর বয়সী বুহারি একেবারে অত্যাশিতভাবে ৪০ লাখেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। এখন আর মাত্র কয়েকটি রাজ্যের ফলাফল ঘোষণা বাকি থাকলেও এই বিশাল ব্যবধান টপকিয়ে তার প্রতিদ্বন্দ্বী বিরোধী দলীয় প্রার্থী আতিকু আবুবাকারের এ নির্বাচনে জয়লাভ করা অসম্ভব।
সাবেক এ সামরিক শাসক ২০১৫ সালে আফ্রিকার সবচেয়ে জনবহুল এবং শীর্ষ তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়ার বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে প্রথম নির্বাচিত হয়েছিলেন।
বুহারির অল প্রগ্রেসিভস কংগ্রেসের (এপিসি) সমর্থকরা রাজধানী আবুজায় তার নির্বাচনী সদরদপ্তররে বিজয় উদযাপনে জড়ো হয়েছেন। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই তারা সেখানে যান।
প্রাথমিকভাবে ঘোষিত ফলাফলে দেখা যায় বুহারি নির্বাচনে এক কোটি ৫১ লাখ ৯১ হাজার ৮৪৭ (৫৬ শতাংশ) ভোট পেয়েছেন। অপরদিকে পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রার্থী আবুবাকার পেয়েছেন এক কোটি ১২ লাখ ৬২ হাজার ৯৭৮ (৪১ শতাংশ) ভোট।
এ নির্বাচনে বুহারি ১৯টি রাজ্যে এবং আবুবাকার ১৭টি রাজ্যে জয়লাভ করেছেন।