নিন্মমুখি প্রবণতায় লেনদেন চলছে

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নিন্মমুখি প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। এ দিন বেলা সোয়া ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৪০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫২৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৯৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬০ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৩৮ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

রাসেল/