নির্বাচন নিয়ে অর্থমন্ত্রীর তারিখ জানানো ঠিক হয়নি : সিইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে মন্তব্য করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

তিনি বলেন, ‘অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নির্বাচনের যে তারিখ জানিয়েছেন, তা জানানো তার ঠিক হয় নাই। তার বলা উচিত হয়নি। আমরা তাকে এই তারিখ বলার জন্য বলি নাই।’

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অন্য এক প্রশ্নে সিইসি বলেন, ‘কেন তার (মুহিত) সাথে নির্বাচনের তারিখের বিষয়ে আলোচনা করব? এটা তিনি ভুল বলেছেন পরিষ্কার কথা।’

গতকাল বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার হবে বলে জানিয়েছিলেন। এ সময় তিনি ২৭ ডিসেম্বর নির্বাচন হবে বলে শুনেছেন বলেও জানান।

এদিকে অর্থমন্ত্রীর এই বক্তব্য সমর্থন করেননি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও। তিনি বলেছেন, নির্বাচন কবে হবে, সেটি বলা কোনো মন্ত্রীর দায়িত্ব নয়।

দশম সংসদ নির্বাচন শেষে ২০১৪ সালের ২৯ জানুয়ারি বসে সংসদের প্রথম অধিবেশন। এর আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে নির্বাচন কমিশন থেকে ডিসেম্বরের শেষে ভোটের কথা জানানো হয়েছে।

আজকের বাজার/এমএইচ