ন্যায্যমূল্যসহ সরকারিভাবে ধান ক্রয়ের দাবিতে বিক্ষোভ

ধানের ন্যায্য মুল্য নিশ্চিত করাসহ ইউনিয়ন পর্যায়ে ধান ক্রয়কেন্দ্র খোলার দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় কৃষক সমিতি।

মঙ্গলবার দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করে তারা। পরে নাটোর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন।

এ সময় বক্তারা ধানের মূল্য ১১০০ টাকা নির্ধারণ ও প্রত্যেক ইউনিয়নে সরকারিভাবে ধান ক্রয়কেন্দ্র খুলে খোলা বাজারে কৃষকের কাছে থেকে ধান ক্রয়ের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন- জাতীয় কৃষক সমিতির নাটোর জেলা সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আজকের বাজার/এমএইচ