পর্বতারোহী রত্নাকে চাপা দেয়া মাইক্রোবাসের চালককে নেয়া হলো ২ দিনের রিমান্ডে

পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে চাপা দেয়া মাইক্রোবাসের চালক মো. নাঈমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বুধবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক আলী ঘটনার মূল রহস্য উদঘাটনে তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহীমপুর থেকে জব্দ করা হয় কালো রঙের ১২সিটের মাইক্রোবাসটি। গ্রেফতার করা হয় মাইক্রোবাসের চালক মো. নাঈমকে (২৭)। সে দুর্ঘটনার সময় মাইক্রোবাসটি চালাচ্ছিল। মাইক্রোবাসটির মালিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে মাইক্রোবাসটি মাসিক ভিত্তিতে ভাড়া দিয়েছেন।

গত ৭ আগস্ট রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইকেলিং করার সময় গাড়ির ধাক্কায় মারা যান তরুণ পর্বত অভিযাত্রী রেশমা নাহার রত্না। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান