পাঁজরে চোট পেলেন জেমস অ্যান্ডারসন

চোটের জন্য আবার মাঠের বাইরে ছিটকে যেতে হল ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনকে৷ চোট সারিয়ে অ্যাসেজ সিরিজের বার্মিংহ্যাম টেস্টে মাঠে নেমেছিলেন অ্যান্ডারসন৷ তবে অ্যাসেজ সিরিজে সেটিই তাঁর একমাত্র টেস্ট হয়ে দাঁড়ায়৷ কাম ব্যাক ম্যাচেই চোট পেয়ে মাঠের বাইরে চলে যান তিনি৷ পরে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকার পর দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলতে নামেন জিমি৷ সেই মেয়াদও দু’ম্যাচের বেশি স্থায়ী হল না৷ কেপ টাউন টেস্টের শেষ দিনে পাঁজরে চোট পান অ্যান্ডারসন৷ যার ফলে মাঝপথেই শেষ হয়ে যায় তাঁর প্রোটিয় সফর৷

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল অ্যান্ডারসনের চোট এমন কিছু গুরুতর নয়৷ তবে বুধবার কেপ টাউনে চোটের জায়গায় স্ক্যান করানোর পর জানা যায় যে, অ্যান্ডারসনকে সিরিজের বাকি দু’টি টেস্ট থেকে ছিটকে দেওয়ার পক্ষে যথেষ্ট এই আঘাত৷ তার পরেই ইসিবি’র তরফে বিজ্ঞপ্তি মারফৎ জানিয়ে দেওয়া হয় যে, এবারের মতো শেষ অ্যান্ডারসনের দক্ষিণ আফ্রিক সফর৷

আজকের বাজার/লুৎফর রহমান