পুঁজিবাজারে আধা ঘণ্টা বেশি লেনদেন হবে আজ

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) আজ বুধবার আধা ঘণ্টা লেনদেন বেশি হবে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে লেনদেন। আগামী ১৩ সেপ্টেম্বর বৃহষ্পতিবার থেকে লেনদেন আগের নিয়মে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের ২৫ বছর রজতজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আজ প্রধানমন্ত্রী এসেছেন। আর এ কারণে কাল উভয় স্টক একচেঞ্জে আধা ঘন্টা লেনদেনে বেশি হবে।