ফাইনালে তামিমের পেশোয়ার জালমি

পিএসএলের এলিমিনেটর-২ এর ম্যাচে বুধবার করাচি কিংসকে ১৩ রানে হারিয়ে ফাইনালে উঠলো তামিমের পেশোয়ার জালমি।

হাঁটুর চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি ওপেনার তামিম ইকবাল। আগামী রবিবার ফাইনালে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে পেশোয়ার।

লাহোরে বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে এদিন খেলা শুরু হতে দেরি হলে ২০ ওভার থেকে কাট করে ১৬ ওভারের খেলা মাঠে গড়ায়। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেটে ১৭০ রানে থামে পেশোয়ার। ব্যাটিংয়ের শুরু থেকেই বেশ ছন্দে ছিলো দুই ওপেনার কামরান আকমল ও আন্দ্রে ফ্লেচার। দুইজন মিলেই করেন শতরানের জুটি। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন আকমল। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন ফ্লেচার। তাদের ইনিংসে ভর করেই করাচিকে ১৭১ রানের টার্গেট দেয় পেশোয়ার।

১৭১ রানের জবাবে ব্যাট শুরুটা ভালো হয়নি করাচির। ১ রান করে সাজঘরে ফিরেন ওপেনার মুক্তার আহমেদ। পরে দ্বিতীয় উইকেটে বাবর আজম ও ডেনলি ১১৭ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখালেও জয়ের দেখা পায়নি করাচি। ২ উইকেটে ১৫২ রানে থেমে যায় তাদের ইনিংস। ৭৯ রানে অপরাজিত থাকেন ডেনলি।

আজকের বাজার/আরজেড