ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সাড়ে ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বিএসইসি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বন্ডটির বৈশিষ্ট্য হবে সম্পূর্ণ অবসায়নযোগ্য। এটি শেয়ারে রূপান্তরযোগ্য হবে না। বন্ডটি ৭ বছরে পুরোপুরি বিলুপ্তি হবে। যা শুধু প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কেনা যাবে।

উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি টায়ার-টু এর মূলধন ভিত্তি শক্তিশালীকরণ, ব্যাসেল থ্রি এর শর্ত পূরণ এবং ব্যবসা সম্প্রসারণ করবে।

আজকের বাজার: আরআর/ ২৭ আগস্ট ২০১৭