বগুড়ায় অস্ত্রসহ ২ জঙ্গি গ্রেপ্তার

বগুড়ার সান্তাহার ও নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় তাদের কাছে ১টি পিস্তল ২টি ম‍্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্ৰেপ্তারকৃতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার বানিশর দক্ষিণ পাড়ার রফিজ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (২৭) এবং একই উপজেলার চককেশব গ্রামের রোস্তম মাস্টারের ছেলে জামিনুর রহমান (৪২)।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল দুই জঙ্গি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (৪ এপ্রিল) সকালে নিয়ামতপুরে অভিযান চালিয়ে জামিনুরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, এ সময় ১টি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম‍্যাগজিন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুইজন জেএমবির এহসার সদস্য।

বেলা দেড়টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছে বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

তিনি আরো জানান, অভিযান শেষে গ্রেপ্তার দুই জঙ্গিকে নওগাঁ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আরএম/