বড় দায়িত্ব পেতে যাচ্ছেন দাদার দাদা!

দাদার দাদা এবার বড় দায়িত্বে! জল্পনা এমনই। ৫ ফেব্রুয়ারি সিএবির বিশেষ সাধারণ সভা। সেখানেই অভিষেক ডালমিয়া সিএবি সভাপতি হিসাবে দায়িত্ব পেতে পারেন। সিএবি সচিব হিসাবে দায়িত্ব নিতে পারেন স্নেহাশিস গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সিএবির সভাপতি পদ ফাঁকা। জানা যাচ্ছে, ৫ ফেব্রুয়ারি সাধারণ সভায় বিনা বাধায় সিএবি-র সভাপতি ও সচিব হতে পারেন অভিষেক ডালমিয়া ও স্নেহাশিস গাঙ্গুলি।

৫৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন দাদার দাদা। ঘরোয়া ক্রিকেটে তিনি পরিচিত মুখ। বিসিসিআই সভাপতির দাদা কোনও রাজ্য সংস্থার সচিব, ভারতীয় ক্রিকেটে এমন দৃষ্টান্ত এর আগে নেই। সৌরভ গাঙ্গুলি বোর্ডের মসনদে বসার পর তাঁর দাদা হিসাবে স্নেহাশিসের উত্থান কিছুটা কাঙ্ক্ষিতই ছিল। তবে সচিব পদে ওঠার রাস্তাটা তাঁর কাছে খুব একটা মসৃণ ছিল না। স্নেহাশিসকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধ প্রতিদ্বন্দ্বী দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছিল সিএবিতে সৌরভ গাঙ্গুলির প্রতিদ্বন্দ্বী লবি। কিন্তু শেষমেশ গাঙ্গুলি পদবীর জন্য সিদ্ধান্ত বদল করে বিরোধী গোষ্ঠী।

আজকের বাজার/লুৎফর রহমান