বাইডেনের সাথে এরদোগানের সাক্ষাত আগামী ৯ মে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাত করবেন।
আগামী ৯ মে হোয়াইট হাউসে উভয়ের এই সাক্ষাত অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউসে এটি হবে তাদের প্রথম সাক্ষাত।
তুরস্কের এক কর্মকর্তা শুক্রবার এ কথা জানান।
সুইডেনের স্থগিত ন্যাটো সদস্যপদ তুরস্ক অনুমোদন দেয়ার পরপরই জানুয়ারিতে বাইডেন প্রশাসন আঙ্কারার জন্যে ২৩ বিলিয়ন মার্কিন ডলার মঞ্জুর করে। এফ-১৬ বিমানের জন্যে যুক্তরাষ্ট্র এই অর্থ অনুমোদন করে।
হামাসের ৭ অক্টোবরের হামলার পর মুসলিম বিশ্বে তুরস্ক গাজায় ইসরায়েলী অভিযানের সবচেয়ে কট্টর সমালোচকে পরিণত হয়।
এরদোয়ান ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এডলফ হিটলারের সাথে তুলনা করেন। তিনি একইসঙ্গে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যায় মদদ দেয়ায় যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন।