বাজারে এলো অ্যাপলের হোমপড স্পিকার

বাজারে এসেছে অ্যাপলের নতুন পণ্য হোমপড স্পিকার। শুক্রবার নতুন এই পণ্যের উদ্বোধন করা হয়।

কণ্ঠস্বর নিয়ন্ত্রিত এই স্পিকারটি গত ডিসেম্বরে বাজারে আসার কথা থাকলেও নানা কারণে এটি দেরিতে বাজারে এসেছে। নতুন এই পণ্যটির দাম ধরা হয়েছে ৩৪৯ ডলার। এতে অ্যাপলের মিউজিক সেবাসহ এসএমএস আদান-প্রদান, খেলার তথ্যসহ সংবাদপত্রের অন্যান্য খবরও পাওয়া যাবে। শুধু তাই নয়, এর সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে গৃহস্থালি বিভিন্ন গেজেট।

এর আগে, গুগল ও অ্যামাজন যৌথভাবে একটি হোমপড বাজারে আনে যার সাহায্যে শপিং, পরিকল্পনাসহ আরও নানারকম কাজ করা যায়। দুই কোম্পানির হোমপডের পার্থক্য হলো গুগলের হোমপডে স্পটিফাই এর গেমস খেলার সুযোগ পাওয়া গেলেও, অ্যাপলের পণ্যে সে সুযোগ পাবেন না ব্যবহারকারীরা।

আজকের বাজার : আরএম/১০ ফেব্রুয়ারি ২০১৮