বাড্ডায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ছবি : ইন্টারনেট

রাজধানীর বাড্ডায় ডিবি পুলিশের সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ সাফায়েত (৩০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বন্দুকযু্দ্ধের পর পুলিশআগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করেছে।

আফতাব নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাফায়েত বিরুদ্ধে বুধবার রাতে বাড্ডা জাগরনী ক্লাবের ভেতর ঢুকে ডিশ ব্যবসায়ী অাব্দুর রাজ্জাক ওরফে ডিশ বাবুকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে।

ওই সময় গুলি করে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় বাড্ডা অালাতুন নেসা স্কুল গলিতে জনতা ধাওয়া করে অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ঘটনার রাতেই ওই ৩ জনকে অাটকের কথা পুলিশের পক্ষ থেকে অস্বীকার করা হয়।

ডিবির উত্তর বিভাগ জানায়, আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় বাড্ডার অাফতাবনগর বালুর মাঠে হত্যার ঘটনার অাসামি ধরতে গেলে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। পুলিশ গুলি ছুঁড়লে একজন গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। বাকিরা পালিয়ে যান।

রাসেল/