বাহরাইনে বড় তেল ক্ষেত্রের সন্ধান

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ওই দেশের সবচেয়ে বড় তেল ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। ১৯৩২ সালের পর দেশটি এবার এতো বড় তেল ক্ষেত্রের সন্ধান পেলো। বাহরাইনের সরকারি সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি (বিএনএ) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

সংবাদ সংস্থা এপি সূত্রে জানা যায়, বাহরাইনের তেল মন্ত্রণালয় আগামী বুধবার ক্ষেত্রটির আকার ও নিষ্কাশন ক্ষমতা সম্পর্কে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে বিস্তারিত জানাবে।

জানা গেছে, খালীজ আল বাহরাইন বেসিনের পশ্চিম উপকূলের একটি দ্বীপে এই তেল ক্ষেত্রটির সন্ধান পাওয়া গেছে।

প্রসঙ্গত, বাহরাইন বর্তমানে তেল ক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ৪৫ হাজার ব্যারেল তেল উৎপাদন করে।

একেএ/এমআর