বিডি অটোকার্স দর বাড়ার শীর্ষে

বুধবার১০জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)   দর বাড়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ অটোকার্স লিমিটেড।  শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৯০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার শেয়ারটি সর্বশেষ ১১৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬২০ বারে ৭৯ হাজার  ৯৫৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯০ লাখ টাকা। তালিকায়  দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড। এদিন ফান্ডটির দর বেড়েছে ৩০ পয়সা বা ৩  দশমিক ৬৬ শতাংশ।

আজ ফান্ডটি সর্বশেষ ৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ৭ বারে  ১৪ হাজার ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা হামিদ ফেব্রিক্সের ১ টাকা বা ৩ দশমিক ৭৫ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটি ৯৩৫ বারে ১৮ লাখ ৩৮ হাজার ৮৬১টি ‌শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আজিজ পাইপস, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড, ব্যাংক এশিয়া, বিডি থাই অ্যালুমিনিয়াম, উসমানিয়া গ্লাস ও রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।

আজকের বাজার:এ্সএস/১০জানুয়ারি ২০১৮