বিনিয়োগকারীদের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা প্রাইম ফাইন্যান্সের

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের প্রাইম ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ১.৬৮ টাকা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৩.৪৮ টাকা।

এদিকে, ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮.৫২ টাকা। এসময় কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ এপ্রিল।

আজকেরবাজার/এস