বিপিএল: এক নজরে কোন দলে কে খেলছেন

আজ শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের পর্দা উঠছে। টি-২০ ক্রিকেটের এ টুর্নামেন্ট নিয়ে এখন সবার দৃষ্টি কোন দলে কে খেলছেন।

গত আসরের মতো এবারও মাঠে থাকছে রংপুর রাইডার্স, ঢাকা ডাইনামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ানস, চিটাগং ভাইকিংস, খুলনা টাইটানস, রাজশাহী কিংস এবং সিলেট সিক্সার্স।

রংপুর রাইডার্স: মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম, মোহাম্মাদ মিঠুন, ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স, শফিকুল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, রবি বোপারা, রিলি রুশো, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হাসান ও বেনি হাওয়েল।

চিটাগং ভাইকিংস: মুশফিকুর রহিম, সানজামুল ইসলাম, সিকান্দার রাজা, লুক রঙ্কি, মোহাম্মাদ শাহজাদ, রবার্ট ফ্রাইলিক্স, মোসাদ্দেক হোসেন, আবু জাবেদ, খালেদ আহমেদ, নাঈম হাসান, ক্যামেরুন ডেলপোর্ট, দাসুন শনাকা, মোহাম্মাদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলী, নিহাদুজ্জামান, নাজিবুল্লাহ জাদরান ও শাদমান ইসলাম।

ঢাকা ডাইনামাইটস: সাকিব আল হাসান, সুনীল নারিন, কাইরন পোলার্ড, র‌্যাভন পাওয়েল, আন্দ্রে রাসেল, হজরতুল্লাহ যাযাই, রুবেল হোসেন, নুরুল হাসান, রনি তালুকদার, শুভাগত হোম, এন্ড্রু বার্চ, ইয়ান বেল, কাজী অনিক, আসিফ হাসান ও নাইম শেখ।

রাজশাহী কিংস: মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, কায়েস আহমেদ, ক্রিস্টিনান জনকার, সৌম্য সরকার, ফজলে মাহমুদ, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, ইসুরু উদানা, লরি ইভান্স, মার্শাল আয়ুব, কামরুল ইসলাম, রায়েনতেন ডয়েস্তা, সিকুজে প্রসন্ন, মোহাম্মাদ সামি ও মোহাম্মাদ হাফিজ।

কুমিল্লা ভিক্টোরিয়ানস: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মাদ সাইফুদ্দিন, শোয়েব মালিক, আসেলা গুনারত্নে, লিয়াম ডসন, আবু হায়দার রনি, এনামুল হক, জিয়াউর রহমান, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোশাররফ হোসেন, মোহাম্মাদ শহীদ, শামসুর রহমান, সঞ্জিত সাহা, এভিন লুইস, ওয়াকার সালামখেইল ও আমের ইয়ামিন।

সিলেট সিক্সার্স: নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, সোহেল তানভির, ডেভিড ওয়ার্নার, সন্দিপ লামিছানে, আরিফ হোসেন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, ইমরান তাহির, মোহাম্মাদ ইরফার, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকের আলী, গুলবদ্দিন নাইব, অ্যান্দ্রে ফ্লেচার, মেহেদী হাসান রানা, প্যার্ট্রিক ব্রাউন ও নিকোলাস পুরান।

খুলনা টাইটানস: মাহমুদুল্লাহ রিয়াদ, কার্লোস ব্র্যাথওয়েট, দাউইদ মালান, আলি খান, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আল আমিন, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জহির খান, শুভাশিষ রায়, জুনাইদ সিদ্দিকী, তানভির ইসলাম, মাহিদুল অঙ্কন, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ ও ব্রেন্ডন টেলর।

বিপিএলের গত পাঁচ আসরের মধ্যে ঢাকা গ্লাডিয়েটরস দুবার এবং কুমিল্লা ভিক্টোরিয়ানস, ঢাকা ডাইনামাইটস ও রংপুর রাইডার্স একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।

আজকের বাজার/এমএইচ