বিশ্রামে সাকিব, ফিরলেন রিয়াদ

ছয় মাস নয়, সাউথ আফ্রিকার বিপক্ষে দুইটি টেস্টে বিশ্রামে থাকবেন সাকিব। অর্থাৎ, সাউথ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে খেলতে দেখা যাবে না সাকিব আল হাসানকে। তিন ফর‌ম্যাটেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিয়মিত খেলা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজেকে সতেজ রাখতে ও পরিবারকে সময় দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে,বিসিবি’র কাছে টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের ছুটি চেয়েছিলেন। কিন্তু বোর্ড তাকে দুইটি টেস্টে বিশ্রামে থাকার অনুমতি দিয়েছে।

১১ সেপ্টেম্বর সোমবার সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সাকিব আল হাসান বিশ্রামে থাকায় এই দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

পাঁচ পেসার ও দুই স্পিনার মিলে এই দল সাজানো হয়েছে। দলে রিয়াদের পাশাপাশি ফিরেছেন রুবেল হোসেন ও শুভাশিস রায়। তবে, বাদ পড়েছেন নাসির হোসেন। স্কোয়াডে থাকা পাঁচ পেসার হলেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম। দুই স্পিনার হলেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। সাকিব আল হাসান না থাকায় স্কোয়াডে স্পেশাল স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন তাইজুল ইসলাম।

সম্প্রতি অস্ট্রেলিয়াকে প্রথমাবরের মতো টেস্টে হারায় বাংলাদেশ। এই ম্যাচে জয়ের নায়ক ছিলেন সাকিব আল হাসান। তিনি দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট নিয়েছিলেন। প্রথম ইনিংসে ব্যাট হাতে করেছিলেন হাফ সেঞ্চুরি। পেয়েছিলেন ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার।

আগামী ২৮ সেপ্টেম্বর সাউথ আফ্রিকার মাটিতে শুরু হবে বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজে। এই সিরিজে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মূল সিরিজ শুরুর আগে ২১-২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচ।

গত ৭ সেপ্টেম্বর শেষ হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ। আর আগামী ২৯ অক্টোবর শেষ হবে বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজ। এরপর ২ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। বিপিএল শেষে আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

সাউফ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড:

মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, ‍শুভাশিস রায়।

আজকের বাজার : এলকে/এলকে ১১ সেপ্টেম্বর ২০১৭