বৃষ্টির দিনে বাইরে বের হতে নিন বাড়তি সতর্কতা

বৈশাখী ঝড়-বৃষ্টির কবলে পড়েছে রাজধানী ঢাকাসহ সারাদেশ। এতে দৈনন্দিন জীবনের অনেক কাজেই দেখা দিয়েছে স্থবিরতা। বৃষ্টি আর ঝড়ো হওয়ার কারণে ঘর থেকে বের হওয়াই দায় হয়ে পড়েছে। তাই বলে কি বন্ধ থাকবে প্রাত্যহিক কাজ?এর উত্তর হতে পারে ‘না’। তাই ঝড়-বৃষ্টির এই দিনে বাইরে বের হওয়ার সময় সাথে রাখুন প্রয়োজনীয় কিছু জিনিস।

ছাতা বা রেইনকোট

বাসা থেকে যখন বের হচ্ছেন, জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন বৃষ্টি নেই। তাই সজ্ঞানে ছাতা আর রেইনকোট ছাড়ই বের হয়ে পড়লেন।আর তখনই করলেন দিনের প্রথম ভুল। তাই এই না করতে চাইলে ব্যাগে রাখুন ছাতা আর রেইনকোট ।

বাড়তি কাপড়

অফিস হোক, ক্লাস, অথবা ইন্টারভিউ। বৃষ্টির জন্য কিছুটা হলেও  কাপড় ভিজতেই পারে। এক্ষেত্রে যথেষ্টই অস্বস্তি বোধ হতে পারে। তাই ব্যাগে রাখুন এক সেট বাড়তি পোষাক। গন্তব্যে পৌঁছে শুকনো পোষাকটি পরে নিতে পারেন।

পলিবেগ ব্যাগ

একটা বড় পলিবেগ ব্যাগে ভাজ করে রাখা যেতে পারে। ভেজাকাপড়টি প্রয়োজনে পলিব্যাগে রেখে দেয়া যাবে।

তোয়ালে ও টিস্যু

ছোট্ট একটি তোয়ালে আর এক বক্স টিস্যু রাখা আপনার হ্যান্ড ব্যাগে রাখতেই পারেন। গন্তব্যে পৌঁছে ভালোভাবে ভেজা মাথা ও শরীর মুছে নিতে এই জিনিস দুটো আপনার অনেক উপকারে আসবে।

 

আজকের বাজার : এমএল/