বেনাপোলে মার্কিন ডলারসহ মুদ্রাপাচারকারী আটক

বেনাপোল আমড়খালী এলাকা বরিশালগামী এমএম পরিবহন থেকে ৪০ হাজার মার্কিন ডলারসহ শেখ এনামুল হক (৩০) একজন মুদ্রাপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা।

আটককৃত এনামুল হক নড়াইল জেলার কালিয়া থানার খাশিয়াল গ্রামের শেখ আবু বকরের ছেলে।

বৃহস্পতিবার সকালে বেনাপোলের আমড়াখালী এলাকা থেকে পাচারকারীকে আটক করা হয়।

৪৯ বিজিবির অফিসার লে. কর্নেল আরিফুল হক বলেন, বেনাপোল চেকপোস্ট থেকে এমএম পরিবহনে করে একজন মুদ্রাপাচারকারী বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে বরিশাল যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আমড়াখালী এলাকায় বাসটিতে তল্লাশি চালান। এ সময় এনামুল হক নামে একজন মুদ্রাপাচারকারীর কাছ থেকে ৪০ হাজার মার্কিন ডলারসহ তাকে আটক করা হয়। জব্দকৃত মার্কিন ডলার বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

আজকের বাজার/আরআইএস