ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

সাফ অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিকদের বিধ্বস্ত করে ফাইনালে জায়গা করে নিয়েছে তহুরা খাতুনরা।

আগামী শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ভারত প্রথম সেমিতে নেপালকে ২-১ গোলের ব্যবধানে হারায়।

ফাইনালে ভারতকে হারাতে পারলে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বাদ পাবে লাল-সবুজের পতাকাবাহীরা।

চ্যাংলিমিথ্যাং স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় সফরকারীরা। আনায় মোগিনি, অনুচিং মোগিনি এবং তহুরা খাতুন যথাক্রমে ১৮, ৩৮ এবং ৪৩ মিনিটের মাথায় গোল তিনটি করেন।

মারিয়া মান্ডা এবং সাহেদা আকতার রিপু বিরতির পর যথাক্রমে ৬৯ এবং ৮৬তম মিনিটি বাকি গোল দুটি করেন।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার বিকাল ৪টায় নেপালের মুখোমুখি হবে ভুটান।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশের নারীরা। দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট পায় বাংলাদেশ।

আজকের বাজার/এমএইচ