মঙ্গলবার সুইডেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সুইডেনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সে দেশে সরকারি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ৪৭ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল থাকছে বলে জানা গেছে।

আগামী মঙ্গলবার সুইডেনের উদ্দেশ্যে যাত্রা করবেন ও মাঝ পথে লন্ডনে নেমে বিটেনের সংসদ সদস্য পদে সদ্য পুনর্নির্বাচিত ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন শেখ হাসিনা।

আজ ১১ জুন রোববার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী আরও জানান, এই সফরে দুই দেশের মধ্যে সহযোগিতা গভীর ও সম্প্রসারিত হবে এবং ইউরোপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দুদিনের সফরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। সুইডেনের উপপ্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার এবং বিচার ও অভিবাসনমন্ত্রীর সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে।

এছাড়া কয়েকটি সুইডিশ কোম্পানির প্রধান নির্বাহীর সঙ্গেও দেখা হবে বলে জানিয়েছেন তিনি। সফর শেষে শুক্রবার ঢাকার উদ্দেশ্যে স্টকহোম ছাড়বেন প্রধানমন্ত্রী।

আজকের বাজার:এলকে/এলকে/ ১১ জুন ২০১৭