মঙ্গোলিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করবেন পুতিন

চীনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন মঙ্গোলিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

চীনে আগামী ৯ ও ১০ জুন এ বৈঠক হওয়ার কথা রয়েছে। খবর তাসের।

খবরে বলা হয়, রাশিয়ার এ নেতার উজবেকিস্তান, তাজিকিস্তান, ইরান ও মঙ্গোলিয়ার নেতাদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে।
আন্তর্জাতিক বিষয়ক ক্রেমলিন সহকারি ইউরি উশাকভ বলেন, ‘অন্যান্য সম্মেলনের মতো এসসিও সম্মেলন দ্বিপাক্ষিক যোগাযোগের একটি ভাল সুযোগ করে দেবে।

রাশিয়ার প্রেসিডেন্টের এ সহকারি আরো উল্লেখ করেন যে, সেখানে রাশিয়া, চীন ও মঙ্গোলিয়ার অংশগ্রহণে একটি ত্রিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হবে।

এসসিও পরিষদের রাষ্ট্র প্রধানদের এ বৈঠকের ফাঁকে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর এ ধাচের যোগাযোগ শুরু হয়।

আরজেড/