মাশরাফির খোঁজ-খবর রাখছেন পাপন

করোনাভাইরাসে আক্রান্ত হবার পর থেকে নিয়মিতভাবে দেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার শারীরিক অবস্থার খোঁজ-খবর রাখছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন।

বিসিবির প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরি আজ বাসসকে বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হবার পর বিসিবি সভাপতি বেশ কয়েকবারই মাশরাফির সাথে কথা বলেছেন।’

চৌধুরি আরও বলেন, ‘মাশরাফির শারীরিক অবস্থা জানতে ডাক্তারের সাথেও কথা বলেছেন বিসিবি সভাপতি। পাশাপাশি তাকে মানসিকভাবে সাহসও দিয়েছেন। একজন খেলোয়াড় হবার সুবিধায় সাধারন মানুষের চাইতে মাশাফি অনেক বেশি শক্ত ও ফিট আছেন। তাই আমরা আশা করছি, তার জন্য কোন সমস্যা হবে না।’

প্রধান নির্বাহি আরও জানিয়েছেন, প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হলে বিসিবি সকল খেলোয়াড়ের জন্য সেরা চিকিৎসার ব্যবস্থা করবে।
চৌধুরি বলেন, ‘কেউ কোভিড-১৯এ আক্রান্ত হলে খেলোয়াড়দের সকল চিকিৎসা দেয়া হবে, ।’

তিনি আরও বলেন, ‘ত্রান বা অন্য কিছু দেয়া বন্ধ করতে আমরা খেলোয়াড়দের বলতে পারি না। এটি ঠিক হবে না। কিন্তু আমরা তাদের নিরাপদ থাকার জন্য বলতে পারি। নিরাপদ থাকতে কি করতে হবে এখন তা সকলেই জানে। তবে কেউ দুর্ভাগ্যক্রমে করোনাভাইরাসে আক্রান্ত হলে আমরা তাদের সেরা চিকিসার ব্যবস্থা নিশ্চিত করতে পারি। একজন সংসদ সদস্য হওয়ায় আমাদের কাছ থেকে মাশরাফি খুব বেশি কিছু কিছু নিতে পারে না। কিন্তু অন্যান্য খেলোয়াড়দের তা প্রয়োজন হতে পারে। তাই আমরা এ বিষয়ে অনেক বেশি সর্তক।’