মেক্সিকোতে ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৭

মেক্সিকোর দক্ষিণ উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ২৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ভূমিকম্পকে মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট এনরিকো পেনা নিইতো।

ভূকম্পন অনুভূত হলে মেক্সিকোসহ আশপাশের আরো ৬টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়।

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকো পেনা নিইতো জানিয়েছেন, ৮.২ মাত্রার এ শক্তিশালী ভূমিকম্প মেক্সিকোর প্রশান্ত মহাসাগরের দক্ষিণ উপকূলে আঘাত হানে।খবরে বলা হয়েছে, ভূমিকম্প পরবর্তীতে মেক্সিকোর দক্ষিণ অংশে এবং গুয়েতেমালায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

রাজ্য সরকার আলেজান্দ্রো মুরাতের বরাত দিয়ে বিবিসি জানায়, দেশটির ওয়াক্সাকায় রাজ্যে ২০ জনের প্রাণহানি ঘটে। যার মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে রাজ্যটির জুখিতান শহরে।মেক্সিকোর দক্ষিণাঞ্চলে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে মেক্সিকো ও আশপাশের আরও ৬টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিত জরিপ বিভাগ সেখানে সুনামি সতর্কতা জারি করেছে।

চিয়াপাস প্রদেশের ট্রেস পিকোস শহর থেকে ১২০ কিলোমিটার দূরে সমুদ্রে এই ভূমিকম্প আঘাত হানে।মেক্সিকোর সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, ১৯৮৫ সালে ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত হানার পর মেক্সিকোতে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ১৯৮৫ সালের ওই ভূমিকম্প বহু ঘরবাড়ি ধ্বংস হয়। এ সময় প্রায় হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়।

সুত্র: বিবিসি

আজকের বাজার: সালি / ৮ সেপ্টেম্বর ২০১৭