যুব ও ক্রীড়া খাতে বরাদ্দ ১ হাজার ৪৯৮ কোটি টাকা

যুব ও ক্রীড়া খাতে ১ হাজার ৪৯৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২০১৮-১৯ অর্থবছরের জন্য এ বরাদ্দের প্রস্তাব করেন তিনি। যা চলতি অর্থবছরের তুলনায় ১১১ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে এই প্রস্তাব করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, শিক্ষিত ও বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং তাদের কর্মসংস্থানের লক্ষ্যে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি কার্যক্রম পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা আমাদের রয়েছে।

তিনি আরও বলেন, দেশ-বিদেশের শ্রম বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ কর্মসূচি ও প্রশিক্ষণ পাঠ্যক্রম পরিমার্জনের পরিকল্পনাও আমাদের রয়েছে। এছাড়া ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের ক্রীড়া অবকাঠামো ও খেলোয়ার তৈরির চলমান কার্যক্রমও অব্যাহত রাখা হবে।

রাসেল/