জামালপুর অর্থনৈতিক অঞ্চল

‘রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ হওয়ায় বিনিয়োগ হবে নিরাপদ’

দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০-এর ক্ষমতাবলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) প্রতিষ্ঠা করে সরকার। এ প্রতিষ্ঠানের উদ্যোগে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ব্যবস্থা নেওয়া হয়।  এগুলোর মধ্যে জামালপুর একটি।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী জানান, আগামী বছরের শুরুতেই জামালপুর অর্থনৈতিক অঞ্চলে শিল্প প্রতিষ্ঠানের কাজ শুরু হবে।

মঙ্গলবার (৫ জুন) জামালপুরে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আয়োজিত সেমিনারে এ কথা বলেন বেজা চেয়ারম্যান।

কৃষি সমৃদ্ধ এই অর্থনৈতিক অঞ্চলে কৃষি ও মসলাজাত পণ্য, পাট, চামড়া, সিরামিক, ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন পণ্য উৎপাদনের সুবিধা থাকবে বলে জানিয়েছেন পবন চৌধুরী।

এছাড়া ১০ বছরের আয়কর রেয়াত, কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় ও স্থানীয় পর্যায়ে ক্রয়ের ওপর ভ্যাট অব্যাহতি পাবেন বিনিয়োগকারীরা।

প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ‘রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ এলাকা হওয়ায় এই ইকোনমিক জোনে বিনিয়োগ হবে সম্পূর্ণ নিরাপদ।’

এছাড়া নৌ ও রেলপথে পণ্য পরিবহনে ব্রহ্মপুত্র নদ খনন এবং ঢাকার সঙ্গে রেল যোগাযোগের ব্যবস্থাও নেয়া হচ্ছে।

আরজেড/