রাজশাহীর বিপক্ষে রানের পাহাড় গড়ল রংপুর

বঙ্গবন্ধু বিপিএলের ২৮তম ম্যাচে মুখোমুখি রাজশাহী রয়্যালস ও রংপুর রেঞ্জার্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। এ ম্যাচে প্রথমে ব্যাট করে নাইম শেখের ফিফটিতে ভালো সংগ্রহ পেয়েছে রংপুর। নির্ধারিত ২০ ওভার শেষে তাদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৮২ রান।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক আন্দ্রে রাসেল। দলের হয়ে বোলিংয়ের শুরুও তিনিই করেন। কিন্তু তিন বল করার পর অস্বস্তি অনুভব করায় মাঠ ত্যাগ করেন। কিছুক্ষণ পর মাঠে এলেও আর বল করেননি।

এ ম্যাচেও ব্যর্থতা থেকে বেরোতে পারেননি রংপুর অধিনায়ক শেন ওয়াটসন। মাত্র ৭ রানের সাজঘরে ফেরেন তিনি। এরপর নাইম শেখ ও ক্যামেরন ডেলপোর্ট মিলে গড়েন ৫৪ রানের জুটি।

৩১ রানে ডেলপোর্ট আউট হওয়ার পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর। এর আগে নাইম তুলে নেন বিপিএলে আরেকটি ফিফটি। তিনি ফেরেন ৫৫ রানে।

লুইস গ্রেগরীর ২৮ সহ জহুরুল ইসলাম, মোহাম্মদ নবী ও আল আমিনের ছোট ছোট ইনিংসে ১৮২ রান পর্যন্ত যেতে পারে রংপুর। মোহাম্মদ ইরফান ও আফিফ হোসেন নেন দুটি করে উইকেট।

আজকের বাজার/আরিফ