রোহিঙ্গা শরণার্থীদের অপুষ্টির ব্যাপারে উদ্বিগ্ন ইউনিসেফ

বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা শরণার্থীদের দুর্বিষহ জীবনের ব্যাপারে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ।

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গাদের একটি শরণার্থী শিবিরে উপস্থিত ইউনিসেফের একজন কর্মকর্তা বলেছেন, শতকরা প্রায় ৯০ ভাগ রোহিঙ্গা শরণার্থী অপুষ্টিতে ভুগছেন এবং তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়।

এসব শরণার্থী সারাদিনে মাত্র এক বেলা খাবার খাচ্ছেন উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, প্রায় দেড় লাখ নারী ও শিশুকে এই অবস্থা থেকে বের করে আনার জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ দরকার।

রোহিঙ্গা শরণার্থীদের দুর্বিষহ জীবনের কথা উল্লেখ করে কয়েকদিন আগে জাতিসংঘ বলেছিল, রোহিঙ্গা অধ্যুষিত মিয়ানমারের রাখাইন প্রদেশে পরিদর্শকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না; যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ওদিকে, আঞ্চলিক ও আন্তর্জাতিক দেশ ও সংস্থাগুলোর একের পর এক হুঁশিয়ারি সত্ত্বেও মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ হচ্ছে না। দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের হত্যা করে যাচ্ছে এবং বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গা শরণার্থীদের স্রোত অব্যাহত রয়েছে।

সূত্র : পার্সটুডে

আজকের বাজার : এমএম / ৯ অক্টোবর ২০১৭