সাকিবকে টপকে গেলেন তাইজুল

বাংলাদেশের হয়ে টেস্ট ক্যারিয়ারে শততম উইকেটটি পেতে একটি শিকার দরকার ছিল তার। আর ওটা পূরণ হয়ে গেলো চলমান বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট সিরিজের একমাত্র টেস্টে।

ম্যাচের ১২তম ওভারের দ্বিতীয় বলে প্রথম উইকেট শিকারের মাধ্যমে বাংলাদেশের হয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকেও টপকে যান এই বাঁহাতি স্পিনার। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যারিয়ারে অনন্য সফলতা পেলেন তাইজুল।

শত উইকেটের ঘরে পৌঁছতে ২৫টি টেস্ট ম্যাচ খেলতে হলো তাইজুলকে। এর আগে সাকিব আল হাসানকে একই রেকর্ড গড়তে ২৮টি ম্যাচ খেলতে হয়েছিল।

তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি টেস্টে উইকেট শিকারে এক শ’র ঘর ছুঁতে পেরেছেন। প্রথম ক্রিকেটার হিসেবে মোহাম্মদ রফিক হানড্রেড টেস্ট উইকেট ক্লাবে যোগ দেন। তবে তারও ৩৩টি টেস্ট ম্যাচ খেলতে হয়েছিল।

আজকের বাজার/লুৎফর রহমান