সায়হাম টেক্সটাইলের দর বাড়ার কারন নেই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সায়হাম টেক্সটাইলের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল কোনো তথ্য নেই। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য দেয় কোম্পানিটি।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত এক মাসে ডিএসইতে সায়হাম টেক্সটাইলের দর ২৮ টাকা ৩০ পয়সা থেকে ৩৬ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে। এক মাসের ব্যবধানে ৩০ শতাংশের বেশি দরবৃদ্ধিতে কোম্পানিটির কোনো অপ্রকাশিত তথ্য রয়েছে কিনা জানতে নোটিস পাঠায় ডিএসই। জবাবে সম্প্রতি কোম্পানিটি জানিয়েছে, তাদের কাছে কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই। বৃহস্পতিবার ডিএসইতে সায়হাম টেক্সটাইলের শেয়ারদর ২ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। সর্বশেষ ৩৬ টাকা ৬০ পয়সায় হাতবদল হয় কোম্পানিটির শেয়ার।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সায়হাম টেক্সটাইল। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২ পয়সা, আগের বছর একই সময় যা ছিল ৮৯ পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৬ টাকা ৯৪ পয়সায়।

সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে প্রথম তিন প্রান্তিকে (জুলাই ২০১৭-মার্চ ২০১৮) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৮১ পয়সা।

১৯৮৮ সালে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৯০ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভ ৮০ কোটি ৬৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৫ লাখ ৬২ হাজার ৫০০, যার মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩৩ দশমিক ৭০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৪১ দশমিক ৪৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ২৪ দশমিক ৮১ শতাংশ শেয়ার।

জাকির/আজকের বাজার