সিডিউল ঠিক রাখতে প্রতিদিন ৫০ ফ্লাইট বাতিল করছে আয়ারল্যান্ডের রায়ান এয়ার

দৈনিক ৪০-৫০টি ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ডের এয়ারলাইন্স কোম্পানি রায়ান এয়ার। ফ্লাইটের সময় ঠিক রাখতে আগামী ছয় সপ্তাহ পরীক্ষামূলকভাবে এসব ফ্লাইট বন্ধ থাকবে।

প্রতিষ্ঠানটি জানায়, সেপ্টেম্বরের প্রথমার্থে কোম্পানিটির ফ্লাইটের সময়ানুবর্তিতা ৮০ ভাগের নিচে নেমে এসেছে। কিন্তু তারা ফ্লাইটের সময়ানুবর্তিতা ৯০ শতাংশে নিয়ে যেতে চায়। আর এ কারণেই ফ্লাইট সংখ্যা কমিয়ে আনার চিন্তা তাদের।

ফ্লাইট কমে আসলে আগামী মাসের মধ্যেই কিছু লোকবলও কমানোর চিন্তা করছে কোম্পানিটি। বিবিসির খবরে বলা হয়েছে, এ বছরের শেষে তারা কর্মী ছাঁটাই করবে।

ফ্লাইট সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিড়ম্বনার শিকার হবেন ২ লাখ ৮৫ হাজার যাত্রী। তবে তাদের বিকল্প ফ্লাইটের ব্যবস্থা অথবা টাকা ফেরতের প্রস্তাব দেওয়া হবে বলে খবরে বলা হয়েছে।

রায়ান জানিয়েছে, এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তাদের মোট ফ্লাইটের ২ ভাগ বাতিল হবে। তবে তা তাদের সামগ্রিক সেবায় তেমন প্রভাব ফেলবে না। এদিকে এই স্বল্প সময়ের নোটিসে ফ্লাইট বাতিলের ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

ইউরোপীয় যাত্রী অধিকার আইনের বরাত দিয়ে ইন্ডিপেন্ডেন্ট এর ট্রাভেল সম্পাদক সিমন ক্যালডার জানান, নিয়ম অনুযায়ী যদি এয়ারলাইন্সের কোনো বিকল্প ফ্লাইট না থাকে তাহলে আপনাকে অন্য এয়ারলাইন্সে বুকিং এর ব্যবস্থা করে দিতে হবে।

যাত্রীরা ফ্লাইট বাতিলের ইমেইল না পাওয়া পর্যন্ত নির্ধারিত সিডিউল অনুযায়ী ফ্লাইট চলবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। রায়ানের রবিন কিইলি বলেন, মোট ফ্লাইটের ২ ভাগ বাতিল করার মাধ্যমে আমরা সময়নিষ্ঠতা ৯০ ভাগ ধরে রাখতে পারবো।

আজকের বাজার : এমএম / ১৬ সেপ্টেম্বর ২০১৭