সিরিয়ার অবশিষ্ট রাসায়নিক অস্ত্র কারখানা ধ্বংস করা হবে : জাতিসংঘ

সিরিয়ার অবশিষ্ট দুটি রাসায়নিক অস্ত্র কারখানাগুলো ধ্বংসের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা।

বুধবার জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক পরিচালক ও উপ-উচ্চপ্রতিনিধি থমাস মার্করাম নিরাপত্তা পরিষদে বলেন, কাজ শুরুর দুই থেকে তিন মাসের মধ্যে রাসায়নিক অস্ত্র কারখানাগুলো ধ্বংস করা হবে বলে আশা করা হচ্ছে।

সিনহুয়া’র এক প্রতিবেদনে বলা হয়, অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিকেল উইপেন্স (ওপিসিডব্লিউ) কারখানাগুলো ধ্বংস হয়েছে কি-না তা সত্যায়ন করবে।

দামেস্কে ওপিসিডব্লিউ একটি অনুসন্ধানী অভিযান চালাচ্ছে। রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযানটি চালানো হচ্ছে।

আরএম/