৭ শ্রমিক নেতার জামিন

বিজিএমইএ ভবনে হামলা-ভাঙচুরের মামলায় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নে সাধারণ সম্পাদক জলি তালুকদারসহ সাত শ্রমিক নেতার জামিন দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ও আইনজীবী মন্টু ঘোষ। তার সঙ্গে ছিলেন মো. আনজারুল হাসান ও আনোয়ার হোসেন রেজা।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও এ কে এম আমিন উদ্দিন মানিক।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা বিজিএমইএ ভবন ঘেরাওকালে বিজিএমইএর কর্মীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়।

বিজিএমইএর অতিরিক্ত সচিব (প্রশাসন) রফিকুল ইসলাম এ ঘটনায় হামলা ও হত্যার চেষ্টার অভিযোগ এনে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত একশ থেকে দেড়শ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন।

এরপর গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান আট আসামি। জামিনের মেয়াদ শেষ হলে তারা ঢাকা মহানগর হাকিম মিজানুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। এর মধ্যে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষকে জামিন হয়। বাকি সাত জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আজকের বাজার/আরজেড