সিরিয়ার পূর্ব গৌতায় বিমান হামলা, নিহত ৩৭

সিরিয়ার পূর্ব গৌতায় সরকারি বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৮০ জন।

শুক্রবার ইরবিন শহরের একটি ভূগর্ভস্থ আশ্রয় শিবিরে এ হামলার ঘটনা ঘটেছে।

এদিকে, হামলায় বিষাক্ত নাপাম গ্যাস ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করছে স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেটস। সংস্থাটির দাবি, বিমান হামলা থেকে বাঁচতে প্রায় ১২৫ জনের একটি দল ওই শিবিরে আশ্রয় নিয়েছিল।

এর আগেও বিভিন্ন সময় সিরীয় সরকারি বাহিনীর হামলায় ক্লোরিন গ্যাস ব্যবহারের অভিযোগ রয়েছে। গেলো ১৮ই ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত গৌতায় সরকারি বাহিনীর বিমান হামলায় প্রায় দেড় হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

আজকের বাজার/আরজেড