সুলতানের পর শরৎচন্দ্র

খালিদ মাহমুদ মিঠুর পরিচালনায় ‘জোনাকির আলো’ সিনেমায় চিত্রশিল্পী এসএম সুলতানের ভূমিকায় অভিনয় করেছিলেন গাজী রাকায়েত। এবার তাকে দেখা যাবে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে।

‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ শিরোনামে চলচ্চিত্রটি নির্মাণ করছেন আরিফুর জামান আরিফ। এতে ‘শ্রীকান্ত’ লেখকের গল্প আর উপন্যাসের সব চরিত্রও উঠে আসবে।

ছবিটির কাহিনী ও সংলাপ লিখেছেন হাশিম আক্তার করিমদাদ। চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা নিজেই। নির্মাতা জানান, শরৎ সাহিত্যকে ব্যাপকভাবে দর্শকের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছেন তিনি।

আরিফ বলেন, ‘শরৎচন্দ্রের সাহিত্যের অবদান বাঙালি পাঠকের মন থেকে কখনো মুছে যাওয়ার নয়। তার সাহিত্যকর্মকে নতুন করে সেলুলয়েডে বন্দী করতে চাই। আর এই ভাবনা থেকেই চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছি।’

শিগগিরই ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’-এর অন্য অভিনয়শিল্পীদের নাম ঘোষণা হবে। মার্চের শেষ ভাগে শুটিং শুরু হবে।

আজকের বাজার: সালি / ১৬ জানুয়ারি ২০১৮