সোনালী ব্যাংকের ‘ক্যাশ অফিসার’ পদের পরীক্ষা ১৮ মে

ছবি : ইন্টারনেট

সোনালী ব্যাংক লিমিটেডের ‘ক্যাশ অফিসার’ পদের লিখিত পরীক্ষা ১৮ মে (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ওই দিন ঢাকার তিনটি কেন্দ্রে সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৭ এপ্রিল এই পদে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১০ হাজার ২৩৫ জন প্রার্থী পাস করেছেন। এখন তাদের লিখিত পরীক্ষা হবে। এরপর মৌখিক পরীক্ষার পর তারা চূড়ান্ত নিয়োগ পাবেন। মোট ৭৪৮ জন নিয়োগ পাবেন।

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ১০০০৫১-১৮৭৭৬০ রোল পর্যন্ত; মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, কাফরুল, মিরপুর ১০-এ ১৮৭৮১৪-৩০৩০৯৪ রোল এবং গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ মিরপুরে ১০৩০৩১২২-৩৫৬২৪৭ রোল পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, পরীক্ষার শুরুর অন্তত এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। আগের প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। এ ছাড়া পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ না করার নির্দেশনা দেয়া হয়েছে।