এক লাখ ৭৩ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

আগামী ২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা ধরে এডিপি অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এটি অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের সভার বিস্তারিত তথ্য ব্রিফিং করেন।

সভায় এডিপির অনুমোদিত আকারের বাইরে স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে ৭ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

মন্ত্রী জানান, অনুমোদিত এডিপিতে ১৪৫২টি প্রকল্প রাখা হয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্পর সংখ্যা ১২২৭টি, কারিগরি প্রকল্প ১১৭টি, জেডিসিএফ দুটি প্রকল্প রয়েছে। এর বাইরে স্বায়ত্বশাসিত প্রকল্পের সংখ্যা ১০৫টি।

পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম বলেন, ‘এডিপিতে একটি প্রকল্প বাদ পড়েছিল। সেটা যুক্ত করা হয়েছে।’

কামাল বলেন, ‘২০১৭-১৮ অর্থবছরের অর্জন, বাস্তবতা ও সক্ষমতা বিবেচনা করে এই এডিপির আকার ধরা হয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা বিশ্বের অন্য দেশের চেয়ে ভালো অবস্থায় আছি।’

আজকের বাজার/ এমএইচ