২০২০ সালের মধ্যে চীনে সচ্ছল সমাজ প্রতিষ্ঠিত হবে

চীনের প্রেসিডেন্ট সি জিন পিং বলেছেন, ২০২০ সালের মধ্যেই চীনে সার্বিকভাবে সচ্ছল সমাজ প্রতিষ্ঠিত হবে। সে সমাজে কেউ পিছিয়ে থাকবে না।

দেশটির বার্তা সংস্থা সিআরআই জানিয়েছে, ২৫ অক্টোবর বুধবার বিকালে বেইজিংয়ে সিপিসি’র নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্যদের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

সি জিন পিং জোর দিয়ে বলেন, চীনের সরকার প্রতিশ্রুতি পালন করবে এবং দেশকে পরিপূর্ণভাবে দারিদ্র্যমুক্ত করবে।

খবরে বলা হয়, জনগণের স্বার্থকে কেন্দ্র করেই চীনে উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং এতে মানুষের জীবন-জীবিকা আরও সুরক্ষিত হবে।

আজকের বাজার : এমএম / ২৫ অক্টোবর ২০১৭