২ বছরে ভ্যাট রিটার্ন দেবে ৬০ হাজার প্রতিষ্ঠান

আগামী ২ বছরে ভ্যাট রিটার্ন প্রদানকারী নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৬০ হাজারে উন্নীত করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী এ ঘোষণা দেন। একই সাথে নতুন ভ্যাই আইনের পদ্ধতি আরো সহজ করার কয়েকটি প্রস্তাব করেন তিনি।

এনবিআরের হিসেবে, দেশে ৮ লাখ ৮৪ হাজার ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে ৩২ হাজারের কিছু বেশি প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করে আসছে।

অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশে ভ্যাটের আওতায় নিবন্ধিত সাড়ে ৮ লাখ শিল্প ও ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু মাত্র ৩২ হাজার প্রতিষ্ঠান রিটার্ন দেয়। এতে স্পষ্ট মূসক অত্যন্ত সীমিত ক্ষেত্রে বহাল আছে।

মুহিত বলেন, রিটার্ন প্রদানকারী নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা আগামী দুই বছরে আমরা ৬০ হাজারে উন্নীত করতে চাই। সেজন্য নতুন মূসক আইনের পদ্ধতি সহজ করার বিষয়ে কয়েকটি প্রস্তাব করা হয়েছে।

আজকের বাজার:এলকে/এলকে/ ১ জুন ২০১৭