৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আজই

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল ২৫ অক্টোবর বুধবার প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।

তিনি বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে একটি বিশেষ সভা আছে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় চলতি বছরের ২৩ মে। এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা হয়। সে পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএস পরীক্ষায় নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেন।

আজকের বাজার:এলকে/এলকে ২৫ অক্টোবর ২০১৭