৫৭ ধারায় দায়ের হওয়া আগের মামলা চলবে:আইজিপি

আইসিটি আইনের ৫৭ ধারায় দায়ের হওয়া পূর্বের মামলা গুলোর কার্যক্রম চলবে বলে জানিয়েছেন  আইজিপি একেএম শহীদুল হক।

সোমবার ২৯জানুয়ারি বিকালে পুলিশ সদর দফতরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে পুলিশপ্রধান বলেন, “আইন যখন তৈরি হয় বা ওই আইন যখন সংশোধন বা রদ হবে, ওই আইনের অতীতের সব কর্মকাণ্ড কিন্তু অব্যাহত থাকবে। তা কখনও বাতিল হয় না।

“কিন্তু যেদিন থেকে ওই আইন সংশোধন বা এনফোর্স হবে সেদিন থেকে পুরনো আইন বাতিল হবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ  সোমবার তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৮’ এর খসড়া অনুমোদন পায়।

নতুন আইন পাস হলে তথ্য-প্রযুক্তি আইনের ৫৪, ৫৫, ৫৬, ৫৭ ও ৬৬ ধারা বিলুপ্ত হবে। তার বদলে এসব ধারার বিস্তারিত ব্যাখ্যা করে অপরাধের প্রকৃতি অনুযায়ী শাস্তির বিধান রাখা হচ্ছে নতুন আইনে।

প্রস্তাবিত আইনে জামিনযোগ্য ও জামিন অযোগ্য বেশ কিছু ধারাও রয়েছে।

সদরদপ্তরের নির্দেশ ছাড়া মামলা নিতে নিষেধ করেছেন জানিয়ে আইজিপি বলেন, “এরপর যেসব মামলা নেয়া হয়েছে তা যাচাই-বাছাই করে নেয়া হয়েছে। সত্যতা আছে তাই কিছু মামলা নেয়া হয়েছে।”

নতুন আইনেও ৫৭ ধারার মত কিছু ধারা রয়েছে, সেক্ষেত্রেও একই নির্দেশ পুলিশ সদরদপ্তর থেকে থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “নতুন আইন যেটা হবে সেটা হাতে না পাওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলতে পারব না।

আজকের বাজার:এসএস/২৯জানুয়ারি ২০১৮