৭ মার্চ যৌন হয়রানির সত্যতা মিলেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের ৭ মার্চের জনসভায় যোগদান করতে যাওয়া একটি মিছিল থেকে ছাত্রী লাঞ্ছনা ও যৌন হয়রানির সত্যতা মিলেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার দিন ওই মেয়েটির ওড়না ধরে টানাটানির ঘটনা সত্য। ভিডিও ফুটেজ এর প্রমাণ রয়েছে। পুলিশ ওই মেয়ের পরিবারের সঙ্গে কথা বলেছে।

তিনি আরও বলেন, সেদিন সমাবেশে নারী-পুরুষের ঢল নেমেছিল। কারা, কোন উদ্দেশ্যে এ কাজ করল সেটি এখন বের করতে হবে।

এর আগে ৭ মার্চ বাংলা মোটরে আওয়ামী লীগের জনসভার একটি মিছিল থেকে কলেজ ছাত্রীকে যৌন হয়রানি করা হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। রেকর্ড করা হয় ওই ছাত্রীর জবানবন্দি। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আরএম/