৯ দিনেই টাইগারদের র‌্যাঙ্কিং অবনতি

মাত্র ৯ দিন আগে ওয়ানডের ইতিহাসে বাংলাদেশ প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে এসেছিল। ৯ম দিনের মাথায় এসে র‌্যাঙ্কিংয়ে অবনতি হওয়ায় আবারও আগের অবস্থান, র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে নেমে গেলো টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে ৩০৫ রান করেও হেরে যাওয়ার কারণে র‌্যাঙ্কিংয়ে এই অবনতি হলো বাংলাদেশের।

ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি র‌্যাংকিংয়ে ছয় নম্বরে উঠে গিয়েছিল বাংলাদেশ। রেটিং পয়েন্ট হয়েছিল ৯৩। শ্রীলঙ্কার সঙ্গে সমান রেটিং পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে ছয় নাম্বারে ওঠে বাংলাদেশ।

কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটের ব্যবধানে পরাজয়ের কারণে ১ রেটিং পয়েন্ট কমে গেলো বাংলাদেশের। ৯৩ থেকে নেমে আসলো ৯২-এ। শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৯৩-ই থেকে গেলো। এ কারণে ২ জুন প্রকাশিত র‌্যাংকিংয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের অবস্থান এখন আবার সপ্তম।

অবশ্য খুব শিগগিরই আবার র‌্যাঙ্কিংয়ের ছয়ে ফেরার সুযোগ রয়েছে টাইগারদের। এজন্য তাকিয়ে থাকতে হবে আজকের ম্যাচের দিকে। সেখানে এজবাস্টনে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচে শ্রীলঙ্কার হার কামনা করতে হবে। শ্রীলঙ্কার হারে আবারো তারা উঠে আসবে র‌্যাঙ্কিংয়ের ছয়ে।

আজকের বাজার: আরআর/ ০৩ জুন ২০১৭