মেসেঞ্জারে আসছে অটোপ্লে ভিডিও বিজ্ঞাপন

মেসেঞ্জারে বিরক্তি সৃষ্টিকারী অটোপ্লে ভিডিও বিজ্ঞাপন আসছে। ব্যক্তিগত বার্তা চালাচালির সময় স্বয়ংক্রিয়ভাবে চালু হয় এমন ভিডিও বিজ্ঞাপন দেখাবে ফেসবুক। খবর প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট রিকোড’র।

রিকোড’র খবরে বলা হয়, মেসেঞ্জারের ভেতরে কারও কাছ থেকে পাওয়া বার্তার পরই ভিডিও বিজ্ঞাপন দেখানো হবে। চ্যাট করার সময় বিজ্ঞাপন দেখতে হবে ব্যবহারকারীকে। অর্থাৎ বিজ্ঞাপনমুক্ত চ্যাট করার দিন শেষ!

মেসেঞ্জারের ভেতর প্রথম বিজ্ঞাপন দেখানো শুরু হয় ১৮ মাস আগে। ওই সময় ‘স্ট্যাটিক’ বিজ্ঞাপন দেখানো হতো। অর্থাৎ তখন ভিডিও বিজ্ঞাপন চালু করেনি ফেসবুক।

কিন্তু এখন ভিডিও বিজ্ঞাপন চালু করলে ফেসবুকের লাভ বেশি। কারণ, ভিডিও বিজ্ঞাপন থেকে ফেসবুক বেশি আয় করে এবং এতে খরচ বেশি।

এর আগে ফেসবুক কর্তৃপক্ষ বলেছিল, ফেসবুকের ভেতর বিজ্ঞাপন দেখানোর আর কোনো জায়গা নেই তাদের। এরপর থেকে মেসেঞ্জার ও মার্কেটপ্লেসে বিজ্ঞাপন দেখাতে শুরু করে প্রতিষ্ঠানটি।

আজকের বাজার/একেএ